পাবনার ভাঙ্গুড়ায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দকে উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা পুলিশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের পাটুলী পাড়ার সরকার পাড়া ঈদগা মাঠ চত্বরে গিয়ে এই সম্মাননা প্রদান করনে।
এর আগে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোহাম্মদ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অনুস্থ্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ডায়াবিটিস, কিডনী ও হৃদরোগে দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন। তিনি পাটুলীপাড়া সরকারপাড়ার বাসিন্দা মৃত আলহাজ্ব মো. রমজান আলীর জৈষ্ঠ্য পুত্র। মৃত্যুকালে তার বষস হয়েছিল ৭৩ বছর। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রীবমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, চাটমোহর পৌর মেয়র এ্যাডঃ সাখোওয়াত হোসেন সাখো, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোকছেদুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনতার একাংশ।
তাঁর মৃত্যতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
তাঁর পরিবারের সদস্যরা মহুর্মের আত্মার শান্তি কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন। পাটুলীপাড়া ঈদগা মায়দানে জানাযা শেষে পাটুলীপাড়া সরকার পাড়া কবর স্থানে দাফান করা হয়।