শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পদ্মা সেতুর টোল প্লাজায় রোগী বহনকারী এ্যাম্বুলেন্সে আগৈলঝাড়ার সাংবাদিক ও রোগীসহ নিহত ৬

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

পদ্মা সেতুর দক্ষিণ থানার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স এর সংঘর্ষে আগৈলঝাড়ার এক সাংবাদিক, রোগী, চালকসহ ৬যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশের ধারনা এ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডিবুলেটিনের বার্তা সম্পাদক মাসুদ রানা (৪০), স্বাস্থ্যকর্মী পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), রোগী আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং গাড়ি চালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেরল জিলানি (২৮)।

নিউজ পোর্টাল বিডি বুলেটিনের পরিচালনা পর্ষদের সদস্য কাজী আফরোজ জানিয়েছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূর্ব পরিচিত রোগী জাহানারা বেগমকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন মাসুদ রানা। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন রাত সোয়া ৩টার দিকে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এ্যাম্বুলেন্সের চালক। এসময় সেখানে থামিয়ে রাখা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে সজোরে আছড়ে পড়ে এ্যাম্বুলেন্সটি। এতে এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই উল্লেখিত ছয় জনে মৃত্যু হয়।

তিনি আরো জানান, সোমবার সকালেই এ্যাম্বুলেন্স নিয়ে মাসুদ রানার স্ত্রী মালা রানী লাশ আনতে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এছাড়া আর কিছু জানাতে পারেননি তিনি।

ঘটনাস্থলে থাকা পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ মিয়া জানিয়েছেন, ধারনা করা হচ্ছে এ্যাম্বুলেন্সর চালক ঘুমিয়ে পড়েছিল। এ কারণে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে থামিয়ে রাখা ট্রাকের পিছনে আছড়ে পরে ওই ৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়েছে চালক ও হেলপার। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ওই ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় তারা পূর্বেই মারা গেছে। তাদের লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।