পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া হিরোইন (২গ্রাম) সহ আসাদুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী বাজার থেকে আসাদুরকে আটক করা হয়। আটককৃত আসাদুর রহমান ভাঙ্গাজোলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ও হিরোইন ব্যবসায়ী।
জানা যায়, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মন্জুর আহমেদ ও এস আই মো. মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রুপসী বাজারের হযরত আলীর কাপড়ের দোকানের সামনে থেকে মঙ্গলবার দুপুর দুইটার দিকে হিরোইন ব্যবসায়ী আসাদুর রহমানকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করে। আটকের বিষয়টি ওসি নিজেই নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম চলনবিলের আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন তার গতিবিধি দেখা হচ্ছিল হাতেনাতে ধরতে। অবশেষে তার ফল পাওয়া গেছে। তাকে ধরাতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।