হীম কুয়াশা পড়লে শুরু
সবল খেজুর গাছে,
রসের আশায় গাছি তাতে
যতন করে চাঁচে।
চাঁচার পরে গাছে বাঁধে
মাটির নতুন হাড়ি,
হাড়ি ভরা মিষ্টি রস সে
ব্যাচে বাড়ি বাড়ি।
অনেক গাছি খেজুর রসের
করে স্বাদের চিটগুড়,
শীত সিজনে যায় বানানো
স্বাদের গুড়রে যদ্দুর।
গাছি তার গুড় বিক্রি করে
হাটঘাট নানা মেলায়,
সে টাকায় গাছি সংসারে
অন্ন খায় দু’বেলায়।