পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (১৫ জানুয়ারী) গভীর রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এই আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ মুসফিকুল আলম হালিম। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা আটোয়ারী থানা পুলিশ সাথে নিয়ে মুন্সিপাড়া গ্রামে হাজির হলে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়ারুকে আটক করেন এবং জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন এর ৩ ধারায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১শত টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন। অফিস সুত্রে জানা গেছে, তোড়িয়া গ্রামের দেবেন চন্দ্রের পুত্র হিরেন্দ্র চন্দ্র (৩০)কে ১৫ দিনের কারাদন্ড, তোড়িয়া নাওগজ গ্রামের বুধু মোহাম্মদ এর পুত্র মোঃ দুলাল হোসেন (৩৫)কে ০৭ দিনের কারাদন্ড, দক্ষিণ তোড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আরিফ হোসেন (১৮)কে ১৫ দিনের কারাদন্ড, একই গ্রামের তাহিরুল ইসলামের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৩)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং তোড়িয়া গ্রামের মোঃ ফয়জুল ইসলামের পুত্র মোঃ শাহাজাহান আলী (২৫)কে একশত টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহল রানা জানান, দন্ডপ্রাপ্তদের সোমবার (১৬ জানুয়ারী) সকালে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার , ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে রজব, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে ৫ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩