পোউশ-মাঘে বাংলাদেশে
হাড় কাঁপুনে শীতে,
মানুষ পশু-পাখি গাছের
শীত লাগে ভাই তিতে।
গাঁও গেরামের সকল গাছি
শীতে খেজুর গাছে,
রসের তরে বাটাল দিয়ে
গাছের মাথায় চাঁচে।
শাক-সব্জি ধান চাষ করে সব
কৃষক মাঠে মাঠে,
সোনার ফসল বিক্রি করে
গাঁও গেরামের হাটে।
রসপিঠা আর ভাঁপা চিতোই
বানায় মিশে গুড়ে,
শাক-সব্জি ফল আমার দেশে
শীতে রয় ভরপুরে।