জগৎ জুড়ে আছে রে ভাই
আজব এক গাড়ি।
চালক ভবে তার চারজনাই
যাত্রী এক তারি।
আট চাকাতে ধীরে চলে
কাঁধে নিয়ে ভার।
তেল মবিল গ্যাস পেট্রোল ছাড়াই
যাত্রী করে পার।
জগৎ জুড়ে আছে রে ভাই
আজব এক গাড়ি।
সকল যাত্রী পৌছাই সে
এ দুনিয়া ছাড়ি।
চালক কান্দে মনে মনে
দেখা হবেনা আর।
যাত্রীর জন্য বন্ধ হলো
এ ধরনীর দ্বার।
জগৎ জুড়ে আছে রে ভাই
আজব এক গাড়ি।
যাত্রী পৌছায় শেষ ঠিকানায়
বার যোখের বাড়ি।