পাবনার চাটমোহরে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে এ ধর্ষনের ঘটনার পর ঘটনার শিকার হওয়া গৃহবধু বুধবার (১১ জানুয়ারি) চাটমোহর থানায় ৩ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করেছেন। অভিযুক্ত দুই ব্যক্তি উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রাম মোহাজের পাড়ার আসাদ আলীর ছেলে আলহাজ উদ্দিন (২৬) ও মঞ্জিল হোসেনের ছেলে নাজমুল হক (২৮) কে গ্রেফতার করেন। সুরুজ আলী নামক অপর অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি গ্রামের রুবেল রানার স্ত্রী (২২) গত ২৮ ডিসেম্বর বাপের বাড়ি চাটমোহরের বরদানগর গ্রামে বেড়াতে আসেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সে তার এক আত্মীয়ের বাড়ি উপজেলার বেজপাড়া গ্রামে বেড়াতে যান। বেজপাড়া থেকে সন্ধ্যার পর বাপের বাড়ি ফেরার পথে নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর কুজোর মোড় এলাকার পাশ থেকে অভিযুক্তরা জোরপূর্বক উক্ত গৃহবধুকে তুলে নিয়ে পার্শ্ববর্তী ঘাস খেতের ভিতর উপর্যুপরি ধর্ষণ করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ২জনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছি। থানায় একটি মামলা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।