‘এই শীতে সকলে যেন একটু উষ্ণতার ছোয়া পায়’ এই প্রতিপাদ্যে নিজেদের খরচের টাকা বাঁচিয়ে পাবনার ভাঙ্গুড়ায় বন্ধুপরিবারের যুবকদের অর্ধশত ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার(১১ জানুয়ারী) সন্ধ্যার দিকে পৌর সদরের বড়ালব্রীজ স্টেশন এলাকায় বন্ধু পরিবারের সদস্যরা ছিন্নমুল মানুষের মধ্যে এই শীতবন্ত্র গুলি বিরতরণ করেন।
জানা গেছে, ‘বন্ধু পরিবার’ স্থানীয় যুবকদের দ্বারা তৈরি অরাজনৈতিক একটি সংগঠন । তারা নিজেদের খরচের টাকা কিছু কিছু করে বাঁচিয়ে তীব্র শীত থেকে ছিন্নমূল মানুষদের একটু উষ্ণতার পরশ নিয়ে পাশে দাড়াতেই তাদের এই উদ্যোগ। এছাড়াও ধমীয় উৎসবে সহায়তার হাত বাড়িয়ে ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোই তাদের লক্ষ্য। বুধবার শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতস্ত্রগুলি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মমতাজ মোস্তাফা আডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সহকারি শিক্ষক মো. জয়নুল আবেদিন, বন্ধু পরিবারের সদস্য অনিক,সজীব, সম্রাট, মোস্তাফিজুর, সাগর পাল, তৃষা,মীম ও সৌরভ পাল।
এসময় প্রধান অতিথি ইউএনও মোহাম্মাদ নাহিদ হাসান খান বন্ধু পরিবারের এমন কাজকে স্বাগতম জানিয়ে বলেন,এভাবেই সামর্থ্যবানদের অসহায়দের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত।