শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলের মতো – মুহাম্মদ আলম জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
বাগ-বাগানে ফুটে থাকে
ফুলের কলি যতো,
শিশু-কিশোর যুবক বৃদ্ধ
সাঁজো ফুলের মতো।
প্রকৃতিতে ফুলের সুবাস
ছড়ায় যেমন নিততো,
শিশু-কিশোর এই ধরাতে
সবাই ফুলের বিততো।
শোভা ছাড়া ফুলের স্বার্থ
নেইতো জগৎ মাঝে,
ফুলের মতো জীবন গড়ো
সবাই কথায় কাজে।