মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাটমোহরে বই পায়নি শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

নতুন বছরের প্রায় দুসপ্তাহ গত হচ্ছে। পাবনার চাটমোহরে ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হলেও আংশিক বই হাতে না পাওয়ায় কোমলমতি শিশুরা নতুন বই প্রাপ্তির আনন্দ বঞ্চিত হচ্ছে। ব্যাহত হচ্ছে লেখা পাড়া। উপজেলার প্রাথমিক পর্যায়ের ২৩৯ বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র ছাত্রীর হাতে পৌছেনি ১৪ টি বিষয়ের সব বই।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চাটমোহরে ১৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি ২২ টি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত ১২ টি বিদ্যালয় ও ৫০ টি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। প্রথম শ্রেণীর ইংরেজি ও গনিত, দ্বিতীয় শ্রেণীর বাংলা ও গনিত, তৃতীয় শ্রেণীর বাংলা, গনিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, চতুর্থ শ্রেণীর বাংলা, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এবং পঞ্চম শ্রেণীর বাংলা, গনিত, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম এ ১৪ টি বিষয়ের বই চাটমোহরে না পৌছায় হাতে পায়নি শিক্ষার্থীরা।

চাটমোহরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪২ টি। এখন পর্যন্ত সপ্তম শ্রেণীর কোন শিক্ষার্থীই একটি বইও হাতে পায়নি। নবম শ্রেণীর বই আংশিক এসেছে। চাহিদার তুলনায় কম বই আসায় এ শ্রেণীর বই সংকট এখনো কাটেনি।
অপরদিকে মাদ্রাসারও সপ্তম শ্রেণীর কোন বিষয়ের বই এখনো চাটমোহরে পৌছেনি বিধায় সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র ছাত্রীর মাঝে বই বিতরণ করা সম্ভব হয়নি। এবতেদায়ী পর্যায়ে প্রথম শ্রেণীর গণিত, ইংরেজি, বাংলা, দ্বিতীয় শ্রেণীর গনিত, ইংরেজি ও আদরসুল আরাবিয়া বই চাটমোহরে না পৌছায় শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা সম্ভব হয়নি।

অরবিটল লিঙ্ক স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাসানাত ফেরদৌস পূন্য জানান, সে এখনো কোন বই হাতে পাইনি। চড়–ইকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র জানান, অধিকাংশ বই পেয়েছি এবং ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করেছি। সপ্তম শ্রেণীর বই এবং নবম শ্রেণীর আংশিক বই না পাওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি। খুব শীঘ্রই পেয়ে যাব আশা করছি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। আমরা যে বইগুলো পাচ্ছি সেগুলো স্কুলগুলোতে সরবরাহ করছি। আশা করছি খুব দ্রুত সব বই চলে আসবে। তখন এ সংকট আর থাকবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী জানান, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও মাদরাসা মিলে বইয়ের চাহিদা ছিল ৫,১৫,১৬৫ টি। বই পেয়েছি ৩,৬৮,৫১৩টি। অধিকাংশ বই চলে এসেছে এবং আমরা তা বিতরণ করেছি। কিছু বই এখনো না আসায় বিতরণ করতে পারিনি। আশা করছি এ সংকট দ্রুত কেটে যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।