আগামি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর আসনে নৌকাকে জিতাতে গণসংযোগ করেছেন মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের দুই দুই বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো: বাকিবিল্লা।
শুক্রবার (৬জানুয়ারি) নওগাঁ হযরত শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজার শরীফে জিয়ারত ও জুম্মার নামাজ শেষে উপজেলার করত কান্ধি হাইস্কুল মাঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময়ে করেন তিনি।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মমতাময়ী জনোনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা- ৩ ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর আসনে যাকেই মনোনয়ন দেবে দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিগত নির্বাচনে আমি জোড়ালো পার্থী ছিলাম জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেয় নি, কিন্তু যাকে মনোনয়ন দিয়েছিল তার পক্ষে আমি কাজ করেছি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ ইউনিয়নের সকল নেতাকর্মী।