মনের এক সাথী জুটেছে এখন
মনকেমনের ডানায় ভর করে পাখা মেলে দিয়েছে সে,
অজানা অসুখ গিলে খেতে চায় মনের সবটুকু সুখ, দিন নেই রাত নেই––সে আছে সর্বক্ষণ সঙ্গী হয়ে!এখন সময় অস্থিরতার—
অসহিষ্ণুতা র বার্তা বহন করে চলেছে, বিষে বিষে নীল হয়ে উঠেছে সবটুকু বাতাস!ঘন ঘন শ্বাস ফেলছে ঘাড়ের উপরে ভয়—!মহাকালের রথের চাকায় পিষ্ট আজ এই সময়—বড়ো— অসময়!নিয়মের বেড়াজাল উজিয়ে এসে খুব বেশি বেসামাল জীবন আজ!সময়ের পঙ্কিল ঘূর্ণি আবর্তে—!সাইক্লোনের পূর্বাভাস চতুর্দিকে—!সময় কে ভীষণ আষটেপিষটে থমকে আছে সে,
——–সে——-ভয়—-!!!
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কবিতা – ভয় শর্মিষ্ঠা পাএ গুপ্ত
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২০