বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে এ্যাড. নাহিদ সুলতানা জুথীর কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

প্রচন্ড ঠাণ্ডা, কুয়াশা ও ঝিরিঝিরি বাতাসে উল্লাপাড়া সহ উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত। হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি অসহায় হয়ে পড়েছে সমাজের শিশু- বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। এ সমস্ত শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক হয়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. নাহিদ সুলতানা জুথী। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লায় এ্যাড. জুথীর বাংলো বাড়ীতে উপজেলার ১৪ টি ইউনিয়ন সহ পৌরসভার ৪ হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রুলা’র সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক কোষাধ্যক্ষ ও উত্তরবঙ্গ আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নাহিদ সুলতানা জুথী বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা কোন ভাবেই সম্ভব নয়। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এসেছি আপনাদের দ্বারে। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস্ পরশের সহধর্মিণী জুথী আরও বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকলকে। এ সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অশুভ শক্তি জামায়াত ও বিএনপিকে ঐক্যভাবে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানাতে ও সামাজিকভাবে ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তার সহোদর ছোট ভাই হাসান সাঈদ কিরণ, পাবনা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সনি বিশ্বাস, উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আলহাজ সরকার, সাবেক ছাত্রনেতা মোঃ আলিফ বিন আশরাফ সুফল ও আ’লীগ নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।