জানুয়ারি মাস আসিলে
মাদরাসা ইশকুলে,
ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষক
নতুন বই দ্যায় তুলে।
নতুন বই পেয়ে শিক্ষার্থী
খুলে বইয়ের পাতা,
দ্যাখে পশু-পাখি মাছ আর
ফল লিচু আম আতা।
নানান রকম ছবি দেখে
হয় শিশুরা খুশি,
ছবি দেখে বই পড়ে ভাই
হৃদয় রাখে পুষি।।