সিরাজগঞ্জের তাড়াশে দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া মিতালী নবীন সংঘের আযোজনে কালুপাড়া চৌধুরী পুকুর পাড়ের মাঠে দিনব্যাপী বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ৭ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু তালেব।
বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইলাল খেরার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়াামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদে প্যানেল চেয়াারম্যান শরিফুল ইসলাম তাজফুল, উপজেলা আওয়াামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু,তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম, ওসি তদন্ত নুরে আলম, সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, মাগুড়াবিনোদ ইউনিয়নের সাবেক চেয়াারম্যান আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়ন আওয়াামী সভাপতি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, দপ্তর সম্পাদক কনকুজ্জামান বাহারী মামুন প্রমুখ।
উল্লেখ্য,উল্লাপাড়া মারজান স্পোটিং ক্লাব ও গুরুদাসপুর ভলিবল একাদশ মধ্যে চুড়ান্ত পর্বের খেলায় উল্লাপাড়া মারজান স্পোটিং ক্লাব জয় লাভ করে।
বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি
তাড়াশে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩