তাড়াশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা। গতকাল বুধবার তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক ও তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, সাবেক সভাপতি আনিস প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
তাড়াশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩