ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় নামক স্থানে সোমবার ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আলবি হাসান মুক্তাদির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। নিহত আলবি হাসান মুক্তাদির পাচরুখি গ্রামে মোঃ মোখলেছুর রহমান বাদলের ছেলে বলে জানা গেছে। জানাযায় দূর্ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে বলে তার আত্মীয় স্বজনরা জানান।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩