শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

আজ কবি নাঈম নাজমুল এর জন্মদিন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
কবি নাঈম নাজমুল ১৯৭১সালের ৩ জানুয়ারী তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার১২নং বিছালী ইউনিয়ন চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী) মাতা হাচিনা বেগম,কবির পরদাদা মৃত আঃ জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি। স্বাধীনতার পর হতে কবির পরিবার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্হায়ীভাবে বসবাস করছেন। নাঈম নাজমুল বিএ (সম্মান) এম এ ইংরেজি সাহিেত্য বিএল কলেজ খুলনা এবং এম এ বাংলা সাহিত্যে এম এম কলেজ যশোর হতে পাশ করেন। কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালীগঞ্জ খাদ্য গুদাম ঝিনাইদহ কর্মরত। তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন গীতিকার, তিনি ‘বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার ‘চাকই বাশুয়াড়ী নড়াইল এর প্রতিষ্ঠাতা,আজীবন সদস্য নওয়াপাড়া ইনস্টিটিউট, সদস্য বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর,সভাপতি ‘বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ কেন্দ্রীয় কমিটি অভয়নগর যশোর এবং প্রাক্তন সভাপতি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর।তিনি দশম শ্রেণিতে পড়া কালীন লেখা শুরু করেন। নাঈম নাজমুল ১৯৮৯-৯০ সালে ড.মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ বকসী বাজার ঢাকায় আই এ প্রথম বর্ষের ছাত্রাবস্হায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হন।তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ  ‘আসন্ন হাহাকার ‘অমর একুশের বইমেলা ২০১১, দ্বিতীয় কাব্যগ্রন্থ  ‘তারপর এক দিন’ বইমেলা ২০১৫,তৃতীয় কাব্যগ্রন্থ ‘গন্তব্যহীন পৃথিবীর পথে ‘অমর একুশে বইমেলা ২০২১।তিনি সিংগাড়ী আঞ্চলিক গ্রন্থাগার অভয়নগর যশোর হতে গুণীজন সাহিত্য পদক ২০১৮পেয়েছেন।তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গান, গল্প ও প্রবন্ধ।তিনি যশোর খুলনার স্হানীয় এবং জাতীয় দৈনিকে নিয়মিত লেখেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর নিয়ে কাজ করছেন।সাহিত্যপ্রেমী,সংগঠক এই কবির জন্মদিনে তার দীর্ঘ জীবন কামনা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।