শিশু-কিশোর আর যৌবনকাল
সকল জীবন মাঝে,
খাবার পোশাক লেখাপড়া
সাহস দিয়ে কাজে।
নিজের জীবন তুচ্ছ করে
ছেলের সুখের তরে,
রাতে-দিনে কর্ম করে
ধরলে কঠিন জ্বরে।
অনেক সময় না খেয়ে বাপ
ছেলের খাবার জন্য,
সঞ্চয় করে রেখে খাবার
জীবন করে ধন্য।
রাত দিবসে খোঁজ রাখে সে
সতত করে যতন,
এই ধরাতে নেই তোরে কেউ
আমার বাবার মতন।।