সারাদেশের মতো সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকার কর্তৃক বিনামূল্যে প্রদত্ত নতুন বছরে বই বিতরণী উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চল বাঘুটিয়া ইউনিয়নে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে
বই বিতরণী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১ জানুয়ারি ২০২৩)সকালে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের শিক্ষা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সুম্ভদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী, চৌহালী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুন্সী মো, আব্দুল ওহাব, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুস ছামাদ বিএসসি, শাহদাৎ হোসেন বিএসসি, আব্দুল মোমেন, সহকারি শিক্ষক মোঃ হিজ্জত উল্লাহ, জাহিদুল ইসলাম, মোতালুব, আনোয়ার হোসেন, ফারুক রেজা, শফিউল আলম, আঃ রাজ্জাকসহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য। প্রধান অতিথি বিদ্যালয় পরিদর্শন করেন এবং নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।