থার্টি ফার্স্ট নাইট
উল্লাসে অর্ধউম্মাদ,
মদ্য পান করে মাতাল হয়ে
নাচে গানে উম্মত্ত।
রং তামাশা গান বাজনা
অশ্লীলতা বেহায়াপনার নিবাস
তরুণ তরুণী আজ জড়িত
সভ্যতা ধ্বংসের কালো গ্রাস।
আনন্দ উৎস সংস্কৃতি
ধর্মের সাথে সম্পর্কিত সবই,
যারা বলে এসব বিনোদন
ধর্মের সাথে তাদের নেই কানেকশন।
থার্টি ফার্স্ট নাইট
অন্য সব রাতের মত
সাধারণ একটি রাত।
এটা নয় কোন উৎসব
তাহলে কেন করছো
তোমরা এসব।
বর্ষবরণ হয়েছে এখন প্রচলন
এতে হচ্ছে মুসলিমের ঈমানহরণ।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
থার্টি ফার্স্ট নাইট – সামিয়া সুলতানা সাথী
প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩