সবুজ শ্যামল ভূ-প্রকৃতি
এথায় সতত থাকে,
ক্ষনে ক্ষনে তার রঙ পাল্টায়
ষড় ঋতুর ফাঁকে।
দেশের সকল মানুষগুলো
থাকে সতত সুখে,
আসলে কোনো অতিথি ভাই
আগলে রাখে বুকে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সবাই মিলেমিশে,
শান্তি সুখে বাস করে সব
এক সমাজেই মিশে।
এই দেশেতে জন্ম আমার
তোমার চরণচুমি,
তুমি আমার মায়ের মতন
প্রিয় জন্মভূমি।।