ময়মনসিংহের নান্দাইলের একটি ডেইরি খামারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে এক খামার থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের তিন গরু চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। নান্দাইল পৌরসদরের পাছপাড়া মহল্লার অবসর প্রাপ্ত সেনা সদস্য মূূর্তুজ আলী ফকিরের ডেইরি খামারে গত রাতে এই ঘটনা ঘটে। মূর্তুজ আলী জানান, আমার খামারে খামারে চারটি গরু ছিল। এর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গরু এক সপ্তাহ আগে বাচ্চা দিয়েছে এটি আমার মূল খামারের পাশের একটি রুমে যে রুমে থাকি সেখানে রাখি,এছাড়া মূল খামারে প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি নয় মাসের গর্ববতী ফ্রিজিয়ান গাভী,এক লাখ টাকা উপরের মূল্যের একটি ফ্রিজিয়ান বকনা গরু ও লাখ টাকা উপরের মূল্যের একটি ফ্রিজিয়ান ষাঁড় গরু ছিল। আমার রুমে রাখা গাভীটি ছাড়া মূল খামারের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।তিনি আরও জানান,আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করার জন্য উঠে ঘর থেকে বের হয়ে দেখতে পায় খামারের দরজা খোলা, তার মনে সন্দেহ তৈরি হলে একটু এগিয়ে খামারে কাছে গিয়ে দেখতে পায় খামারের দরজায় থাকা দুটি তালা কাটা দরজা খোলা খামারে একটি গরুও নেই। তখন তার ডাক চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভাঙ্গে। চুরি হওয়া গরু তিনটি ফ্রিজিয়ান জাতের হওয়ায় বর্তমান বাজার মূল্যে চার লাখ টাকার উপরে হবে। সাবেক কমিশনার নজরুল ইসলাম ফকির জানান, এলাকায় চুরের উপদ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে কৃষক ও খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরি বন্ধে প্রশাসনের আরও নজরদারি বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আমি থানার বাইরে আছি ঘটনাটি আমাকে কেউ অবহিত করেনি। আমি খবর নিচ্ছি।