বিশেষ প্রতিনিধি:
আয়-ব্যায়ের হিসাব গোপন রেখে স্বেচ্ছাচারীতার মাধ্যমে শাখা অফিসে বুকস্লিপ ও শ্রমিক কার্ড প্রদান সহ নানাবিধ অনিয়মের অভিযোগে ইউনিয়নের সাংগাঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় গত ৩জুন জারীকৃত নোটিশের ভিত্তিতে গত ৫ই জুন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অত্র ইউনিয়নের সাংগাঠনিক সভায় সংখ্যাগরিষ্ট সদস্যদেও উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রানা-এর বিরুদ্ধে আয়-ব্যায়ের হিসাব গোপন রেখে স্বেচ্ছাচারীতার মাধ্যমে শাখা অফিস সমূহে অবৈধভাবে বুক স্লিপ প্রদান ও শ্রমিক কার্ড প্রদান সহ নানাবিধ অনিয়মের অভিযোগে সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রানা-কে বহিস্কার কওে একটি রেজুলেশন করা হয়।
এবিষয়ে ইউনিয়নের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিভিন্ন অনিয়মের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে মোঃ জহুরুল ইসলাম রানাকে রীতিমত রেজুলেশনের মাধ্যমেই বহিস্কার করা হয়েছে। অন্যদিকে মুঠোফোনে বহিস্কৃত সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রানা-এর এবিষেয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অফিযোগ মিথ্যা। আমি নির্দোষ। ন্যায্য বিচারের স্বার্থে প্রয়োজনে আমি লেবার কোর্টেও দাড়স্থ হবো।