চাটমোহর উপজেলায় হান্ডিয়াল ইউনিয়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ পরিবার। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল করিমের সভাপতিত্বে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় সবুজ চত্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তঃ হান্ডিয়াল ইউনিয়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ৭৫ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ প্যানেল স্পিকার ও ভ’মি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি, পাবনা-৩।
প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে হান্ডিয়াল তথা চাটমোহরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, জেলা পরিষদ মহিলা সদস্য মোছাঃ আফিয়া সুলতানা আঁখি, স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হান্ডিয়াল সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক মোঃ আশরাফুল আলম মাস্টার।