পাবনার আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজার বণিক সমিতির উদ্যোগে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনকে সংর্বধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল এগারোটার সময় এই সংর্বধনা দেয়া হয়।
আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবোত্তর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আলী মজনু।
সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার আমন্ত্রিত অতিথি আফরোজা সাঈদ প্রমুখ।
দেবোত্তর বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক মেজবাহুর রহমান চৌধুরী এবং উপদেষ্টা ও প্রশাসক আবু সাঈদ এর সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি ড. হোসেন আলী বিশ্বাস, উপদেষ্টা সদস্য বাদশা মোল্লা, অর্থ ও হিসাব রক্ষক আবু বক্কর সিদ্দিক, সদস্য ইজিবর রহমান সহ সকল ব্যবসায়ীগণ।