মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাটমোহরে নতুন বই পাবে লক্ষাধিক শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে চাটমোহর উপজেলা শিক্ষা দপ্তর। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বরাদ্ধকৃত বই হাতে পেয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেছেন চাটমোহর উপজেলা শিক্ষা অফিস। চলতি বছরের শেষ দিন পর্যন্ত ৮০ শতাংশ পাঠ্যপুস্তক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হয়েছে, অবশিষ্ট পাঠ্যপুস্তক জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে পৌঁছে যাবে বলে সুত্রে জানা গেছে।

চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, এবছর উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক ও ৪৮টি রেজিষ্টার্ড ও কেজি স্কুলে মোট ৫৬ হাজার কোমলমতি শিশুদের হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী বলেন, উপজেলায় মাধ্যমিক স্তরে ৪২ টি স্কুল, ৩০ টি মাদ্রাসা ও ২৪টি স্বতন্ত্র এবতেদায়ীতে ৫লক্ষ ১৫ হাজার পাঠ্য বই প্রায় ৪০ হাজার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, ২০১২ সাল থেকেই সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চাটমোহর উপজেলায় একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট দফতরগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।