প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে চাটমোহর উপজেলা শিক্ষা দপ্তর। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বরাদ্ধকৃত বই হাতে পেয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেছেন চাটমোহর উপজেলা শিক্ষা অফিস। চলতি বছরের শেষ দিন পর্যন্ত ৮০ শতাংশ পাঠ্যপুস্তক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হয়েছে, অবশিষ্ট পাঠ্যপুস্তক জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে পৌঁছে যাবে বলে সুত্রে জানা গেছে।
চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, এবছর উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক ও ৪৮টি রেজিষ্টার্ড ও কেজি স্কুলে মোট ৫৬ হাজার কোমলমতি শিশুদের হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী বলেন, উপজেলায় মাধ্যমিক স্তরে ৪২ টি স্কুল, ৩০ টি মাদ্রাসা ও ২৪টি স্বতন্ত্র এবতেদায়ীতে ৫লক্ষ ১৫ হাজার পাঠ্য বই প্রায় ৪০ হাজার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, ২০১২ সাল থেকেই সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চাটমোহর উপজেলায় একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট দফতরগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে।