ডিসেম্বরের ষোলো তারিখ
বছর ঘুরে আসলে ভাই,
দেশের প্রতি ইঞ্চি মাটিত
বিজয়ের আনন্দ পাই।
বললে ভালো দেশের কথা
রাজনীতির ওই সকল দল,
সমাজের লোক তাদের কথায়
ফিরে পায় ভাই মনোবল।
রাস্তাঘাট আর জনসভায়
বাজে শুধু দেশের গান,
আমরণ সব স্বরণ করি
মুক্তিযোদ্ধার অবদান।