মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
অভয়নগরে র্যাব-৬ এর মাদক বিরোধি অভিযানে আঃ মালেক (৬০) নামের এক চুলাই মদ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ । ঘটনা স্হল থেকে বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত চুলাই মদ সহ তাকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর একটি চৌকশ দল। ধৃত মাদক ব্যবসায়ী আঃ মালেক ছাগল-হাটা এলাকার মৃত আঃ বারেক এর ছেলে। স্হানিয় নুরবাগ বাজার এলাকায় খোজ নিয়ে জানা যায় মালেক দীর্ঘদিন যাবত নুরবাগ চাউলহাটা এলাকায় মাদক বিক্রি করে! ইতিপূর্বে বহুবার জেলও খেটেছে সে। তার কারনে বাজার এলাকার পরিবেশটা নষ্ট হতে বসেছিল। স্হানীয় সাধারন ব্যবসায়ীরা র্যাব-৬ এর অভিয়ান কে সাদুবাদ জানিয়ে বলে, জামিনে বেরিয়ে এসে আর যেনো এ ধরনের কার্য্যকলাপ পুনরায় শুরু না করতে পারে সেদিকে প্রসাশনকে সজাগ দৃর্ষ্টি রাখার অনুরোধ জানান।