২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চৌহালী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়িত আসন্ন শীত মৌসুমে শীতার্ত, গরীব দুঃস্থ অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখছেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত), মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,থানা অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, কৃষি বান্ধব ডা মাজেদুর রহমান, শিক্ষা অফিসার জাহান ফিরোজ,পি আই ও মোহাম্মদ মজনু মিয়া, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,আবুল কালাম মোল্লা প্রমুখ। পরে দু ইউনিয়ন পরিষদ এর ৮০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।