আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বুধবার সকাল ১০টায় তিন দিনব্যাপী গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
ইউএনও (ভারঃ) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. আবু হায়দার আলী। রিসোর্স পার্সন হিসেবে থেকে উক্ত বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করেন রাজশাহী বিভাগের পরিচালক ড. নজরুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ভেটেরিনারী অফিসার ডা. রুহুল আমিন ও ডি.টি.ও একেএম ফজলুল হক। অন্যান্যর মধ্যে ছিলেন, উপজেলা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা উপজেলার ২৫ জন খামারী অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২