বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাবনায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান করলেন তরুণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

সম্প্রতি কাতার ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সারা দেশের ভক্ত সমর্থকদের উন্মাদনার শেষ নেই। প্রতিদিনই থাকছে কোননা কোন হাস্যকর বা ব্যাতিক্রমি কার্যক্রম। এরই অংশ হিসাবে পাবনাতে বিশ্বকাপ ফাইনাল খেলায় আর্জেন্টিনার বিজয়ী হওয়ায় ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলের সমর্থক হিসাবে যোগ দেয়ায় এলাকায় হাস্যময় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ১৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে মালঞ্চী ইউনিয়নের পরিষদ চত্বেরে এই আয়োজন করা হয়। খেলা নিয়ে বাজিধরে হেরেগিয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হলেন। আর এই কাজটি করেছেন একই গ্রামের রনি মোস্তফা (২২) নামে এক তরুণ। শুধু তাই নয় আর্জেন্টিনা দলের লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের সমর্থন ছেড়ে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থন হন তিনি।

আর্জেন্টিনায় যোগ দেওয়া তরুন রনি বলেন, সৌদি কাছে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে যাওয়ায় আমি বন্ধুদের কাছে বাজি ধরে ছিলাম। যদি আর্জেন্টি এবার বিশ্বকাপ জিতে তবে আমি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিয়া যোগ দিব। আর সেই কারনেই এই আয়োজন করেছেন আর্জেন্টিার সমর্থকেরা। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছি আমি। তাই আর্জেন্টিনা সমর্থক গোষ্টির সঙ্গে কথা বলে ব্রাজিলের সমর্থক ছেড়ে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দিলাম।

আর্জেন্টিনা সমর্থক সাজেদুর রহমান শান্ত বলেন, এটা খুব আনন্দের খবর। ব্রাজিল সমর্থকরা যদি আর্জেন্টিনা সমর্থকে যোগ দেয় তাহলে আমরা গ্রহণ করে নেব। এক বালতি দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে আমাদের বন্ধু বানাবো। তবে খেলা নিয়ে আমাদের এই উন্মাদনা থাকবে। তবে সেটি কখনো আক্রসে পরিনত যাতে না হয় সেটিও আমরা প্রত্যাশা করি। ফুটবল খেলাকে ভালো বাসি আবার ৪ বছর পরে বিশ্বকাপ হবে তখন হয়তো নতুন কোন কিছু নিয়ে আলোচনায় আসবা আমরা।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ