শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি
এই না রঙিন ভব – মুহাম্মদ আলম জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
আমাদের এই স্বাধীনতা
এমনি আসে নাই,
রক্ত জীবন যৌবন গেছে
স্বাধীন হতে ভাই।
নয় মাস ধরে যুদ্ধ করে
রাতে-দিনে সব,
স্বদেশ আমার স্বাধীন করি
এই না রঙিন ভব।।