পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। নিহত ইউপি সদস্যের নাম আরজান আলী (৪৫)। তিনি উপজেলার মূলগ্রম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত সাজেদর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বর ।
১৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে পাবনা থেকে সিএনজি যোগে চাটমোহরে ফেরার পথে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসি তাকে আহতাবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে ¯^জনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২