জামালপুরে মেলান্দহে সড়ক দুর্ঘটনায় চলনবিলের আলোর সাংবাদিক কামরুজ্জামান কানুর সহধর্মিনী মমতাজ বেগম (৫২) এর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে মেলান্দহের মামা ভাগিনা (বেইলী ব্রিজ নামক) মহাসড়ক পারা পারের সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ছেলের শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মেলান্দহের মামা ভাগিনা মহাসড়ক পারা পারের সময় রাস্তা ফাঁকা দেখে পার হচ্ছিল হঠাৎ মালঞ্চ বাজার থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে মুখোমুখি স্ব-জোড়ো চাপাদেয়। এ সময় তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অজস্র আত্মীয়-স্বজন রেখে গেছেন।