রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রায়গঞ্জে এক মামলাবাজের বিরুদ্ধে ভুক্তভোগীদের ঝাড়ু নিয়ে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লীতে এক মামলাবাজের বিরুদ্ধে ঝড়ু মিছিল করেছে গ্রামবাসী।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার চর ব্রক্ষ্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, হেলাল মেম্বর নামে একজন মামলাবাজ। কোন কারণ ছাড়াই গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানী করাই তার কাজ। তার অত্যাচারে ইতিমধ্যে কয়েকটি পরিবার এই গ্রাম ছেড়ে চলে গেছে। তার অত্যাচারে গ্রামের নিরীহ পরিবারগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন গ্রামবাসী। তার কথা কেউ না শুনলে তার বিরুদ্ধে সাজানো ও বানানো মামলা দিয়ে তাকে হয়রানী করে থাকে। যদিও একাধিক মামলা ইতিমধ্যে মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে।

তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও রায়গঞ্জ থানায় সাধারন ডায়রি করা হয়েছে বলেও জানা গেছে। তার অত্যাচার থেকে তার আপন দুই ভাইও রক্ষা পায়নি বলে জানান ভুক্তভোগীরা।

বিক্ষোভকারীরা বলেন, তার অত্যাচার থেকে বাঁচতে চায় গ্রামবাসী। তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী স্বাভাবিক জীবন যাপনের জন্য ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছে।

এ ব্যপারে গ্রামের আনোয়ার হোসেন বলেন, হেলালকে গ্রামবাসী দয়া করে ভোট দিয়ে মেম্বর বানিয়েছিল। সেটা চলে যাবার পর থেকেই তার এই ভিন্ন কৌশল।মিথ্যা মামলা দিয়ে সেটা আপোষ করার নামে মোটা অংকের চাঁদা নেয়া তার কৌশলের একটি অংশ। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ।

অভিযুক্ত হেলাল মেম্বর বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে এটা সঠিক না। এটা মিথ্যা ও বানোয়াট।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।