কবি কবি ভাব ধরেছি
মাথায় রেখে লম্বা চুল,
দু’চার লাইন লিখতে গেলে
হয় যে শতো ভুল।
ডজন খানেক কলম ভাঙ্গে
লিখতে নিজের নামটা,
তবুও সদা মরিয়া থাকি
পাইতে কবি’র দামটা!
কবি কবি ভাব ধরেছি
মাথায় রেখে লম্বা চুল,
দু’চার লাইন লিখতে গেলে
হয় যে শতো ভুল।
ডজন খানেক কলম ভাঙ্গে
লিখতে নিজের নামটা,
তবুও সদা মরিয়া থাকি
পাইতে কবি’র দামটা!