পাবনার আটঘরিয়া উপজেলায় আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ” দূর্নীতি দমন ও প্রতিরোধ করনীয়’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসময় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান।
উপজেলা তথ্য কর্মকর্তা সানজিদা আক্তার তুলি, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল মোল্লা, সদস্য বাদশা মোল্লা, আব্দুল বাতেন, আলেয়া খাতুন, সহ অন্যান্য সদসবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।