পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা-ডেমড়া সড়কের বৃহস্পতিপুর বাজারে বৃহস্পতিবার দুপুরে আরিয়ান নামে পাঁচ বছরের এক শিশু রাস্তা পারাপারের সময় অটোবাইকের চাপায় নিহত হয়েছে।শিশুটি বৃহস্পতিপুর গ্রামের বাসিন্দা ও ভুলবাড়িয়া ইউপি সদস্য আয়শা আলালের ছেলে।স্থানীয়রা জানান,দুপুর সাড়ে ১২ টার দিকে শিশুটি রাস্তা পার হচ্ছিল।এ সময় আচমকা ওই অটোবাইকটি এসে তাকে চাপা দেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাঁথিয়ায় অটোবাইকের চাপায় নিহত শিশু
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২