আমার ইচ্ছেরা ডানা মিলে উড়ে গেছে
স্বপ্নরা ভেসে গেছে চোখের জলে
সুখপুষ্প ঝড়ে গেছে কালবৈশাখি ঝড়ে
কবেই মুছে গেছে সেই বসন্তের রঙিন চিত্র
বুকের ভেতর থেকে।
এখন ভাবি,আমি বেচে আছি!
এই কি জীবনের কম পাওয়া!!
আমার ইচ্ছেরা ডানা মিলে উড়ে গেছে
স্বপ্নরা ভেসে গেছে চোখের জলে
সুখপুষ্প ঝড়ে গেছে কালবৈশাখি ঝড়ে
কবেই মুছে গেছে সেই বসন্তের রঙিন চিত্র
বুকের ভেতর থেকে।
এখন ভাবি,আমি বেচে আছি!
এই কি জীবনের কম পাওয়া!!