বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

“মুরব্বীদের সেকাল একাল” – হান্নান মোরশেদ (রতন)

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

চর এলাকার দুক্কের কতা
কি কইমু তোমাগরে!
আবুল তাবুল চলত্যাছে হগ্গলে
কেউলই মাইনত্যাছেনা কেঅইলকে।

লতুন লতুন মাতবার গজাইছে
অবৈধ কামাইর লাইগ্যা ঘোরে,
গরীব মাইনষেগরে ঠগাইত্যাছে তারা
রাজনীতি আর ক্ষ্যামতার জোড়ে।

কি এমন ক্ষ্যামতা পাইছ্যাও
মাইনষেকে ঢ্যাশা মাইরা কও কতা,
মুখ ফুইট্যা কিছু কইব্যার না পারলিও
মনের মইধ্যে পাই ইট্রু ব্যথা।

জন্ম তোমার এই গিরামে
এই মাইনষেরাই আপন,
এগোরে বাদ রাইহ্যা তোমরা
গড়ব্যার চাইত্যাছাও জীবন।

ক্ষ্যামতার চোটে ভাবখানা তোমার
হইছে যানি কি!
হেদিন তোমার হাতে কেউ থাইকপোনা
সেইদিন ফুরাইবো তুমাগরে রাজনীতি।

ঐসবতা বাদ দ্যাও এহানে
গিরামের মাইনষেক ভালোবাসো,
মান-অভিমান ভুইল্যা তুমরা
হগ্গলে মিল্যা হাসো।

ময় মুরব্বীরা চইল্যা গ্যাছে
এহন তুমরা অইছ্যাও মুরব্বী,
যার তার পাছায় বাঁশ ঢুইক্যা দ্যাও
এসব তুমরা কইরত্যাছাও কি?!

গরীব মাইনষেক কিছু দিব্যার লাইগ্যা
লিষ্টি যহন করো,
রাইতের আন্ধারে তাদের বাড়ি যায়্যা
ট্যাহার লাইগ্যা আত ধরো।

গরীব মাইনষের ট্যাহা ছাড়া
তুমাগরে আনন্দ ফূর্তি অয়না,
এহানকার মাইনষেরা তুমাগরে
ভালো মানুষ কয়না।

তুমাগরে ভিতরে এত কালা
জানব্যার পারছিল্যামনা আগে,
আগিলক্যার মুরব্বীগরে কতা
ক্ষ্যাণে ক্ষ্যাণে মনের মইধ্যে জাগে।

[বিঃদ্রঃ কবিতাটি চৌহালী উপজেলার আঞ্চলিক ভাষায় লেখা ]

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।