আসন্ন ২৭শে ডিসেম্বর রসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে ৩৩ প্রার্থীর আপিলের প্রেক্ষিতে কাউন্সিলর পদের ২২ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
(৭ ডিসেম্বর) বুধবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে ২৭৭ জন প্রার্থীর মধ্যে মেয়র পদ ছাড়া ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়।
পরে উক্ত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন আপিল করেন। এর মধ্যে ২২ জন কাউন্সিলর প্রার্থী আপিলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বর্তমানে মনোনয়ন সংগ্রহকারী ২৭৭ জনের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ২৬২ জন প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন।
রাব্বী হাসান সবুজ।
আজ (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
নির্বাচনে মেয়র পদে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।
উল্লেখ্য, রসিক নির্বাচনে এবার নারী ভোটারের সংখ্যা বেড়েছে।আজ (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আসন্ন ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২০১৭ সালের নির্বাচনের ভোটার সংখ্যার তুলনায় এবার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন।