হে বিজয় তুমি চির অম্লান
ইতিহাসে বীর গাঁথা,
বিশ্বের তরে এ বুক ফুলিয়ে,
উঁচু করে আছো মাথা।
হে বিজয় তুমি লক্ষ মায়ের
আবেগের সুর মাখা,
হে বিজয় তুমি লাল সবুজের,
স্বপ্নিল ছবি আঁকা।
হে বিজয় তুমি সবুজের মাঠে
তোমায় ভালবাসি,
হে বিজয় তুমি বাংলাদেশের
কোটি মানুষের হাসি।
হে বিজয় তুমি এ দেশের তরে
এনেছো যে স্বাধীনতা,
দিয়েছো আবার ঘরে ঘরে সুখ
শান্তির মানবতা।