মাছ মাংস আলু পটল
কিংবা চালের বস্তা
যায় না ছোঁয়া কোনকিছু
নয়তো কিছু সস্তা।
ব্যয়ের সাথে আয়ের কিছু
নেইতো কোন সমতা
সিন্ডিকেটের ফাঁদে পড়ে
ভুগছে ধুঁকে জনতা।
চলছে এমন দেশটা এখন
বেঁচে থাকাই দায়
অভাব জ্বালার ফান্দে পড়ে
স্বভাব রাখা দায়।
মাছ মাংস আলু পটল
কিংবা চালের বস্তা
যায় না ছোঁয়া কোনকিছু
নয়তো কিছু সস্তা।
ব্যয়ের সাথে আয়ের কিছু
নেইতো কোন সমতা
সিন্ডিকেটের ফাঁদে পড়ে
ভুগছে ধুঁকে জনতা।
চলছে এমন দেশটা এখন
বেঁচে থাকাই দায়
অভাব জ্বালার ফান্দে পড়ে
স্বভাব রাখা দায়।