মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ব্রিধান-৮৭ চাষে সফল তাজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প জীবন কালীন উচ্চ ফলনশীল জাতের ব্রিধান-৮৭ চাষ করে ব্যাপক ফলন পেয়ে সফলতা অর্জন করেছেন নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পিপলশন গ্রামের কৃষক তাজরুল ইসলাম চলতি আমন মৌসুমে ১৫ বিঘা জমিতে ব্রিধান-৮৭ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। প্রতি বিঘায় তার ফলন হয়েছে ২৫ থেকে ২৬ মণ। অল্প খরচে ভালো ফলন পেয়ে খুশি তাজরুল ইসলাম।

তাজরুলের এমন সফলতা দেখে এ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেক স্থানীয় কৃষক। কৃষক তাজরুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিস থেকে আমার ১৫ বিঘা জমির উপর প্রদর্শনী পেয়েছিলাম। এ ধান চাষে অন্য ধানের তুলনায় সার ও কীটনাশক খরচ কম লেগেছে। ফলনও পেয়েছি বেশি। তাতে আমি লাভবান হতে পেরেছি । নতুন জাতের এ ধানের বীজ নেওয়ার জন্য স্থানীয় কৃষকরা এখন আমার বাড়িতে ভীড় করছে। খুব কম সময়ে ফসল ঘরে তুলতে পারায় আমি এখন ওই জমিতে সরিষার চাষ করার সুযোগ পাচ্ছি।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানাযায়, ২০১৮ সালে ব্রিধান-৮৭ নামে নতুন জাতের ধান উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। এ ধানের বৈশিষ্ট্য হলো, ধানে চিটা ও পোকা মাকড়ের আক্রমন কম। চাল চিকন ও সাদা বর্ণের হওয়ায় বাজারে এ ধানের চালের চাহিদা বেশি।
এ ছাড়া এ ধানের জীবনকাল ১২৫ দিন থেকে ১৩০ দিন। অর্থাৎ বীজতোলা থেকে শুরু করে ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তুলা যায়। যার কারনে কৃষক ইচ্ছে করলে ওই জমিতে অন্য ফসল চাষ করার সুযোগ পায়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা বলেন, স্বল্প জীবনকালীন নতুন জাতের এ ধান চাষে কৃষক অল্প দিনের মধ্যে ফসল ঘরে তুলে ওই জমিতে আবার সরিষা, আলু সহ যে কোন রবি শস্য চাষ করতে পারবেন। কৃষি প্রধান এই অঞ্চলে দুই ফসলী জমিতে যাতে কৃষকরা তিনবার ফসল ফলাতে পারে সে লক্ষ্য নিয়ে উপজেলা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি আগামীতে আমন মৌসুমে তাজরুলের মত অনেকেই এ ধান চাষ করে লাভবান হবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।