শাষক গোষ্ঠীর রক্তচক্ষু
বাংলার জনগনে,
তুচ্ছ করে লড়াই করে
বাঁচতে স্বাধীন মনে।
রাজপথে সব ছাত্র-শিক্ষক
আম জনতা নারী,
স্বাধীন তরে এক হয়ে যায়
ট্রেনিং করে সারি।
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
স্বাধীন দেশের তরে,
রাতে-দিনে যুদ্ধ করে
শত্রু তাড়ায় ঘরে।
তিরিশ লক্ষ প্রাণের সাথে
শোণিত এক সাগর,
স্বাধীনতার বিজয় আসে
ভাই ষোলোই ডিসেম্বর।।