জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌর এলাকা মেঘারবাড়ি) (সেলিমের বাড়ী) থেকে ৪৬-পিছ ইয়াবা সহ হাতেনাতে বাবুল খলিফা (সাবেক ইউপি সদস্যকে)মেলান্দহ থানা পুলিশ গোপন সংবাদে গ্রেফতার করেছে। মেলান্দহ থানার এস আই জাহেদুল ইসলাম, এএসআই আলী হোসেন, সহ থানার ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে অফিসর ইনচার্জ দেলোয়ার হোসেনের দিগ নির্দেশনায় গোপন সংবাদ পেয়ে মেলান্দহ থানা পুলিশ বাবুল খলিফা (৩৮)কে হাতে নাতে ৪৬-পিছ ইয়াবা সহ গ্রেফতারকরে। গত ২৮-নভেম্বর ২০২২-রাত্রি ১০-১৫ মিনিটে বাবুল খলিফা(৩৮) গ্রোফতার করেছে। তাকে আজ ২৮-নভেম্বর জামালপুর কোটে প্রেরন করেছে থানা পুলিশ।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
জামালপুরের মেলান্দহে সাবেক ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেফতার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২