শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হেমন্তে – মুহাম্মদ আলম জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
হীম বায়ু আর কুয়াশা নিয়ে
হেমন্ত আসে,
পাঁকা ধানের শীষে শিশির
বিন্দু হাসে।
খেজুর গাছে হাড়ি বাঁধে
দিন দুপুরে,
রোদে শুকায় ধান নারী তার
সুর নুপুরে।
নানান রকম সবজি ফলায়
কৃষক মন্তে,
কৃষক মাঠে ফসল কাঁটে
এই হেমন্তে।।