মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাঁথিয়ায় পলিনেট হাউজে উৎপাদিত হবে উচ্চ মুল্যের ফসল

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
পাবনার সাঁথিয়ায় আধুনিক প্রযুক্তির পলিনেট হাউজে উৎপাদিত হবে রোগবালাইমুক্ত উচ্চ মূল্যের ফসল। তাপ, আলো নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব, উৎপাদন খরচ কম এবং গ্রীনহাউজের আদলে স্থাপন করা হয়েছে এ পলিনেট হাউজ। কৃষক এ হাউজ থেকে অত্যন্ত কম খরচে উচ্চ মূল্যের উৎপাদিত বিষমুক্ত ফসল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারবে মধ্যপ্রাচ্যসহ ইউরোপেও। সাঁথিয়া উপজেলার মাধপুরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫ শতক জমিতে ২০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে পলিনেট হাউজ। বৃহস্পতিবার(২৪ নভেম্বর) প্রকল্প পরিচালক ড.এসএম হাসানুজ্জামান এ পলিনেট হাউজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রায় শতকরা ৬০ ভাগ সূর্যালোক প্রতিরোধি শেড, নেট, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ইনশেড নেটসহ ড্রিপ ও মিস্ট পদ্ধতিতে সেচ সুবিধা যুক্ত হবে এ পলিনেট হাউজ। এটি জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী নিরাপদ উচ্চ মূল্যে ফসল উৎপাদন যেমন, ক্যাপসিকাম, টমেটো ব্রোকলি, স্কোয়াশ, ম্যালন, শসা, ফুলকপি, বাধাকপি, রজনীগন্ধা, গাদাসহ ১৮ রকমের ফসল উৎপাদন সম্ভব। এর মাধ্যমে কৃষকের উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারবে মধ্যেপ্রাচ্যসহ ইউরোপেও। পলিনেট হাউজের মালিক আদর্শ কৃষক নজরুল ইসলাম বলেন,  সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে নিজের ২৫ শতক জমিতে পলিনেট হাউজ স্থাপনের মাধ্যমে বিষমুক্ত উচ্চ মূল্যের ফসল উৎপাদন করতে পারবো। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, পলিনেট হাউজে এমন এক আধুনিক প্রযুক্তি রয়েছে যার ফলে উপরের শর্টওয়ে ভেরিয়েশনটা আসছেঁ ওটা লংওয়ে বেরিয়েশনে রুপান্তরিত হবে। যার কারণে শীতের সময় তাপমাত্রা ধরে রাখা যাবে। তেমনিভাবে গরমের সময় তাপমাত্রা বের করে দেয়ার সিষ্টেম রয়েছে। আমাদের দেশে পানির স্তর নিচে নেমে গেলেও এখানে বিভিন্ন ধরণের মিস্ট এবং ড্রিপ রয়েছে যাতে করে অল্প পানি ব্যবহার করে চাষাবাদ করতে পারবে কৃষক। রোগবালাই, পোকামাকড়মুক্ত রপ্তানিযোগ্য নিরাপদ ফসল উৎপাদন হবে।উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, বাংলাদেশের উষ্ণ আবহাওয়াকে মাথায় রেখে শীতপ্রধান উন্নত দেশের গ্রীন হাউজের আদলে এটা করা হয়েছে। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ মূল্যের বিষমুক্ত ফসল আবাদের মাধ্যমে বাংলাদেশ খাদ্য ও পুষ্টিতে স্বয়ংসম্পূণর্তা এবং সবুজ বিপ্লব সফল করা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।